বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি জব্দ
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে পিস্তল, গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে বিজিবি সদস্যরা। আজ মঙ্গলবার ভোরে পুটখালী সীমান্ত অভয়বাশ গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলির চালান জব্দ করা হয়।
২১ বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল অস্ত্রের চালান সীমান্তবর্তী অভয়বাশ গ্রামে আছে। এমন সংবাদ পেয়ে বিজিবি একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
লাবলুর রহমান আরও জানান, জব্দকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।