বেনাপোল সীমান্তে ২০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২
ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ সোমবার সকাল ১১টার দিকে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের লিটন হোসেন (২৫) এবং একই গ্রামের হাফিজুর রহমান (২৮)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির টহল দলের কাছে গোপন খবর আসে পাচারকারীদল স্বর্ণের একটি চালান নিয়ে সীমান্তবর্তী পুটখালীর বালুন্ডা গ্রামে অবস্থান করছে। এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে (তিন কেজি ৮৯১ গ্রাম) ২০টি স্বর্ণের বার জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।