ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা, অটোরিকশা মালিক ও চালক সমিতির মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা, অটোরিকশা মালিক-চালক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক লাইসেন্স প্রসঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে মালিক এবং চালকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উস্কানি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে কয়েক হাজার রিকশা, অটোরিকশার মালিক ও চালক অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের লাইসেন্স ইস্যুতে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের দেওয়া তথ্যের তীব্র প্রতিবাদ জানায়। তাঁর এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে যেকোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যাটারিচালিত রিকশা চালক ও মালিক সমিতি সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া এবং ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি এস এম মনির হোসেনসহ সংগঠনের নেতারা। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘সড়কে ব্যাটারিচালিত আটোরিকশাসহ হালকা পরিবহণ বন্ধের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাই।’
এছাড়াও এর আগে ফেসবুকে আরও একটি স্ট্যাটাসে জেলার কোনো একটি শ্রেণিকে ইঙ্গিত করে সৈয়দ নজরুল লেখেন, ‘তাঁর কাছে অভিযোগ রয়েছে, শহরের একটি স্কুলে বসে প্রতিটি আটোরিকশার জন্য পৌরসভার লাইসেন্স বাবদ পাঁচ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়।’