ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় প্রতিবাদ সভা
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, মিথ্যাচার ও স্থানীয় সংসদ সদস্য আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।
এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের ও সংসদ সদস্যকে নিয়ে কটূক্তিকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পরে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।