ব্রাহ্মণবাড়িয়ায় ১২টি দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আনেন নবীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার জানান, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।
দেবব্রত সরকার জানান, আগুনে মুদির দোকান, লাইব্রেরি, মোবাইলের দোকান ও কাপড়ের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।