ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা
কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটা ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলা। আজ সোমবার ( ২০ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগারের আয়োজনে প্রথমবারের মতো এ গ্রন্থমেলা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানান, আবহমান বাংলাকে নিয়ে অদ্বৈত মল্লবর্মণের চিন্তা-চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন। বাংলা সাহিত্যের প্রখ্যাত অমর কথাশিল্পী তিনি। খেটে খাওয়া মানুষের জীবন কাহিনি নিয়ে তিনি অনেক উপন্যাস রচনা করেছেন। নদীভিত্তিক যত উপন্যাস রয়েছে তার মধ্যে ‘তিতাস একটি নদীর নাম’ তাঁর শ্রেষ্ঠ উপন্যাস। উপমহাদেশব্যাপী ব্যাপক পরিচিতি থাকলেও নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নতুন প্রজন্মের কাছে তাঁকে তুলে ধরতে এবারই প্রথম অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে তাঁর নিজ গ্রাম গোকর্ণঘাটের আজ থেকে তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।
তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলায় ৩০টি স্টল রয়েছে।
অদ্বৈত গ্রন্থমেলা উদ্বোধনের সময় পৌর মেয়র নায়ার কবির, পুলিশ সুপার সাখাওয়াত হোসেনসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।