ভারত মহাসাগর সম্মেলন শুক্রবার, ঢাকায় জয়শঙ্কর
ভারত মহাসাগর সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১২ মে)। দুই দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এটি। যার আয়োজন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মূল বক্তব্য দেবেন।
আজ জয়শঙ্কর ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এসময় বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। তাকে স্বাগত জানানোর পর শাহরিয়ার আলম এক টুইটে বলেন, ‘বৃহত্তর আঞ্চলিক সমৃদ্ধির জন্য তার ধারণা বিনিময়ের অপেক্ষা করছি।’
শাহরিয়ার আরও লেখেন, ‘ড. এস জয়শঙ্করকে স্বাগত জানাতে পেরে সর্বদাই আনন্দিত, যিনি সবসময় আইওসিকে সমর্থন করেছেন।’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন ষষ্ঠ বারের মতো এই সম্মেলনের আয়োজন করছে। ‘শান্তি, সমৃদ্ধি এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ শীর্ষক প্রতিপাদ্যে এই সম্মেলন হবে ভারত মহাসাগর অঞ্চলকে শক্তিশালী করতে রোডম্যাপ চার্ট করার জন্য মূল স্টেকহোল্ডারদের এক উজ্জ্বল সমাবেশ।
ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) ২০১৬ সালে শুরু হয় এবং গত ছয় বছরে এটি আঞ্চলিক ইস্যুতে এই অঞ্চলের দেশগুলোর জন্য ‘ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম’ হিসেবে আবির্ভূত হয়েছে।