ভার্চুয়ালি শপথ নিলেন সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা
পাবনার সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলরদের ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ শপথ বাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।
এ সময় সুজানগরে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শাহেদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, পৌরসভার সচিব গোলাম নবী।
শপথ বাক্য পাঠ করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম রেজা। সংরক্ষিত নারী আসনে জাহানারা, চম্পা খাতুন, লিপি খাতুন। সাধারণ কাউন্সিলর আব্দুল হাই, আব্দুর রহিম, জায়দুল হক জনি, আবদুল্লাহ আল মামুন, রেজাউল মোল্লা, জাকির হোসেন, মোশফিকুর রহমান, পাশু সরদার ও হেলাল উদ্দিন প্রমুখ।