ভালুকায় নদী-খাল পরিদর্শন করলেন পানিসম্পদ উপমন্ত্রী
ভালুকায় খীরু নদীসহ কয়েকটি খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আজ শনিবার দুপুরে খীরু নদীর পাশাপাশি মন্ত্রী বিলাইজুড়ি, লাউতি, মল্লিকবাড়ী এলাকার কয়েকটি খালও পরিদর্শন করেছেন।
এ সময় উপমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী উপমন্ত্রীকে জানায়, নদী ও খালগুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় দূষিত পানি তাদের ফসলের জমিতে ঢুকে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নদী বা খালে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পশুপাখি পর্যন্ত পানি পান করলে মারা যায়।
সরেজমিনে এমন চিত্র দেখে দখলদারদের হাত থেকে নদী ও খাল উদ্ধার করার আশ্বাস দেন উপমন্ত্রী। মন্ত্রী জানান, নদী ও খালগুলো দ্রুত খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভালুকা পৌরসভার মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান শেলিনা রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল আহসান তালুকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রসাশনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।