ভেড়ামারায় শোক দিবস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দেশব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে সরকারঘোষিত বিধিনিষেধে কর্মহীন হয়েপড়া দিনমজুর, গরিব ও অসহায় দুই হাজার পরিবারের মধ্যে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে ছিল চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন কোম্পানির পরিচালক মো. সদরুল ইসলাম। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগেও এ বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগে কোভিট-১৯ মোকাবিলায় এলাকার দিনমজুর, গরিব ও অসহায় মানুষকে সাহায্যার্থে এক হাজার ৫০০ বস্তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া এই বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ল্যাবে তৈরি নয় হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানের সুবিধার্থে পাঁচটি হাই ফ্লো নেজাল ক্যানোলা ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।