ভৈরবের যুবলীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান লিমন (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত পৌনে ৮টায় তিনি মারা যান।
লিমন পৌর শহরের পঞ্চবটি এলাকার সিদ্দিকুর রহমানের (লায়েছ মিয়া) ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লিমনের অকালমৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রূহের মাগফিরাত কামনা করেন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পার্ঘ্য অপর্ণ করা হয়। পরে তাঁর মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হয়।