ভৈরবে ছিন্নমূল শিশুদের হাতে ঈদের জামা
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শিশু সংগঠন কাকলি খেলাঘরের উদ্যোগে দুই শতাধিক ছিন্নমূল শিশুর মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। ভৈরব শহরের চণ্ডীবেরে কাকলি খেলাঘর কার্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়।
শিশুদের হাতে নতুন জামা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল-চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান। ঈদের নতুন জামা হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে ছিন্নমূল এসব শিশু।
সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক ও সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুবর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, লেখক অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রভাষক সজল দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শাহীন সুলতানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নজরুল ইসলাম রিপন ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক মোবাশ্বিরা রহমান প্রীতি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কাকলি খেলাঘর বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে ছিন্নমূল অসহায় শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করে আসছে।