ভৈরবে জুতার কারখানা-গুদামে আগুন, কোটি টাকার ক্ষতি দাবি মালিকের
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি জুতার কারখানা ও গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কারখানার মালিক। উপজেলার গাছতলাঘাট এলাকায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি কারখানার মালিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিক রকি ও রনি মিয়া জানান, গতকাল রাতে ১০ থেকে ১২ জন শ্রমিক কারখানাটিতে কাজ করছিলেন। হঠাৎ তাঁরা সেখানে আগুন দেখতে পান। পরে সে আগুন মুহূর্তের মধ্যে কারখানাসহ গুদামে ছড়িয়ে পড়ে।
কারখানার মালিক ছাত্তার মিয়া বলছেন, রমজানের ঈদকে সামনে রেখে কারখানাটিতে পুরোদমে উৎপাদন চলছিল। ৫০ থেকে ৬০ লাখ টাকার তৈরি জুতা গুদামে মজুদ ছিল। তৈরি জুতা ও কাঁচামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করা না গেলেও ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন তিনি।