ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের জগন্নাথপুর তাঁতারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক তুহিন শহরের কমলপুর আমলাপাড়া গ্রামে মরম আলীর ছেলে।
জানা যায়, ছোট বেলা থেকেই তুহিন তাঁতারকান্দি এলাকায় নানার বাড়িতে বেড়ে ওঠে। আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি বৈদ্যুতিক টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বিষয়টি টের পেয়ে নানি হনুফা বেগম তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও ততক্ষণে নিস্তেজ হয়ে পড়ে তুহিনের দেহ। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, বিদ্যুস্পৃষ্টের পর ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। ফলে আমরা তাঁকে মৃত অবস্থায় পাই।