ভৈরবে মাদকের দায়ে র্যাবের হাতে আটক ৭
কিশোরগঞ্জের ভৈরবে মাদকের দায়ে সাত জনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, আটকের সময় তাঁদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসসহ নগদ সাড়ে ৩৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল মোড়ে সাত জনকে আটকের ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আটক সাত জনকে পুলিশের কাছে দিয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
ভৈরব র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে ওই দুটি গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় গাড়িতে থাকা ৭ মাদক কারবারি ইকবাল মিয়া, সাদেক মিয়া, শিপন মিয়া, হেলাল মিয়া, মাসুম মিয়া, নুর আমিন ও দিদার হোসেনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাত জন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে স্বীকার করেছেন।