ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জে উপজেলায় ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচাতো ভাই নুরুল হাসানের (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক মামলার বরাত দিয়ে জানান, হত্যার ভয় দেখিয়ে ওই স্কুলছাত্রীকে তার প্রতিবেশী চাচাতো ভাই নুরুল হাসান ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে পরিবারসহ তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে ভয় দেখিয়ে ওই স্কুলছাত্রীটির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন অভিযুক্ত হাসান। গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীর ঘরে ঢুকে আবার ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় কিশোরীর চিৎকারে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত নুরুল হাসান পালিয়ে যান। এর আগে ধর্ষণ হলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সর্বশেষ ধর্ষণচেষ্টার অভিযোগে ভিক্টিমের কিশোরীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলা করেছেন।
অভিযুক্ত আসামি নূরুল হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান ওসি।