মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন
সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে মো. খায়বর হোসেন (৫৫) নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই মৃত্যু হয় তাঁর।
নিহত মো. খায়বর হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। মক্কার বাংলাদেশ হজ অফিস সূত্র থেকে আজ সোমবার এসব তথ্য জানা গেছে।
এবার হজে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১০ জন ও মদিনায় দুজনসহ মোট ১২ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট জন ও নারী চার জন।
এদিকে, আজ সোমবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন।
আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।