মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের হুঁশিয়ারি
মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে জাতীয় সংসদের অধিবেশনে নিন্দা প্রস্তাব পাস করা না হলে ও ভারতের কাছে কটূক্তিকারীদের বিচারের দাবি করা না হলে ১৬ জুন বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।
মহানবী (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে ভারতে বিজেপির দুই নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘চলতি জাতীয় সংসদের অধিবেশন থেকে যদি এই ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা প্রস্তাব পাস করা না হয়, ভারতীয় হাই কমিশনারকে যদি ডেকে নিন্দা জানানো ও জবাব চাওয়া না হয়, কটূক্তিকারীদের যদি বিচার করা না হয়, তাহলে আগামী ১৬ জুন ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়া হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘ক্ষমতায় আশায়-নেশায় আপনারা নিন্দা প্রস্তাব সংসদে আনলেন না। মনে রাখবেন, মোদি সরকার আপনাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, রক্ষা করতে পারবে না। মোদি আপনাদের কামান, বুলেট, যুদ্ধ বিমান দিয়েও রক্ষা করতে পারবে না, কারণ জনগণ ক্ষেপলে কোনো কিছু দিয়েই ক্ষমতা টেকানো যাবে না। জনগণ জাগ্রত হলে কোনো পরাশক্তির শক্তি কাজে আসে না। আজ বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে।’