মাগুরায় ক্ষতিপূরণের দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের মানববন্ধন
নভেল করোনাভাইরাসের টিকা দেওয়ার আগ পর্যন্ত কলেজ বন্ধ রাখা, সিলেবাস কমানোসহ পাঁচ দফা দাবিতে মাগুরায় এইচএসসি শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মাগুরা প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় কুমার ও মীম খাতুন।
মানববন্ধনে করোনাভাইরাসের টিকা ব্যতিত কলেজ কার্যক্রম বন্ধ রাখা, সিলেবাস ৪০ থেকে ৫০ শতাংশ কমানো, কমপক্ষে ছয় মাস ক্লাস চালু রাখা, সিলেবাস শেষ করে পরিক্ষা নেওয়া এবং টানা ১১ মাস শিক্ষা কার্যক্রম বন্ধের ক্ষতিপূরণের দাবি জানায় শিক্ষার্থীরা।