মাগুরায় পুকুরে বস্তাবন্দি টুকরো করা লাশ
মাগুরার মহম্মদপুর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় আজিজুর রহমান (৩০) নামের এক যুবকের টুকরো করা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কালুকান্দী গ্রামে রাস্তার পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে আজ রোববার সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আজিজুর রহমান মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে তাঁর নানা আবুল কাশেমের বাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম মজিবর রহমান।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য এলাকায় তাঁকে হত্যার পর লাশ টুকরো করে গাড়িতে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা-মহম্মদপুর সার্কেল) হাফিজুর রহমান।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, টুকরো করা ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।