মাদারীপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত ৬৩
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক বশিরউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় নতুন করে আরও ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮৪৪ জনে। আজ বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তদের মধ্যে মাদারীপুর সদরের ১৯, কালকিনিতে ১৭, রাজৈরে ২০ ও শিবচর উপজেলার সাতজন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৬৩ জনের ফলাফল পজিটিভ ও অন্যদের নেগেটিভ পাওয়া গেছে। মোট শনাক্তের হার ৩৪ দশমিক ৮০ শতাংশ।
এদিকে, মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রবীণ শিক্ষক বশিরউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে গতকাল সোমবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক চন্দ্র ঘোষ জানান, গত ১৯ জুন বশিরউদ্দিন ও তাঁর স্ত্রী দুজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে করোনা টেস্ট করান। পরীক্ষার চারদিন পর গত ২৪ জুন তাঁদের দুজনেরই করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রবেশের পরই তিনি মারা যান বলে পারিবারিক সূত্র দাবি করছেন। তাঁর স্ত্রী সাজেদা বেগমের করোনা উপসর্গ দেখা দিলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম জানান, আক্রান্তদের মধ্যে আজ আরও ৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে চিকিৎসাধীন ৪১৬ জন ও মারা গেছে ৩১ জন। এদের মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছে আটজন, হোম আইসোলেশনে আছে ৪০৮ জন।