খালেদা জিয়া অসুস্থ থাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (২১ ডিসেম্বর) এ সমাবেশ হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎয়ের বরাত দিয়ে এ তথ্য জানান জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, সমাবেশের পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।
এর আগে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২১ ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী যেতে পারছেন না।