মাদারীপুরে দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলায় মজুমদারকান্দি ও হোসেনপুরে মোতাহার দর্জি ও সালাম শেখ নামের দুই ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার রাজৈর থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, হত্যাকাণ্ড দুটির কারণ বলতে পারছে না পরিবারের কেউ। তবে পুলিশ ধারণা করছে, দুটি হত্যাকাণ্ডই পরিকল্পিতভাবে করা হয়েছে।
রাজৈর থানার পুলিশ জানায়, রাজৈর উপজেলার মজুমদার কান্দির খালপাড় এলাকায় বাড়ির পাশের পাটক্ষেতে ভ্যানচালক মোতাহার দর্জির রক্তাক্ত মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। পরে মরদেহটি স্থানীয়রা দেখে থানায় খবর দিলে রাজৈর থানার পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
অপরদিকে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর সেতুর কাছে রাস্তার পাশে পাটক্ষেতে ভ্যানচালক সালাম শেখকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তর হোসেনপুরের ওই ঘটনায় এলাকায় বেশ কিছু ঘরবাড়ি লুটপাটের অভিযোগ উঠেছে।
একই দিনে রাজৈরের পৌর এলাকায় এবং উত্তর হোসেনপুরে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, হত্যাকারীরা যেই হোক, তাদের আইনের আওয়াতায় আনা হবে। পুলিশ দ্রুত ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা চালাচ্ছে।