মাদারীপুরে নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ায় নেতাকর্মীদের বিক্ষোভ
![](http://947521.0ncwlf7ax.asia/sites/default/files/styles/big_3/public/images/2021/02/02/madaripur_kalkini_pourosova-02.jpg)
মাদারীপুরের কালকিনি পৌর নিবার্চনের নৌকা প্রতীকের তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটানো হয় বলে দাবি আওয়ামী লীগ নেতাদের।
কালকিনি পৌর এলাকার কাশিমপুর বাজারে পৌর নির্বাচন উপলক্ষে সেন্টার কমিটির অফিসের সামনে নির্মিত তোরণে আগুন দেওয়া হয়। নৌকার ঝুলানো পোস্টারগুলোও ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে আজ সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নৌকার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করে।
কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, ‘প্রশাসনের উচিত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’