মাদারীপুরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার ১৩
মাদারীপুরে পুলিশের ওপর হামলা মামলায় ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আজ রোববার সকালে সদর মডেল থানায় মামলটি করেন উপপরিদর্শক (এসআই) মো. খসরুজ্জামান।
মামলায় ৯৬ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জনকে। মামলার পর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির বাবা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তি করেছেন—এমন অভিযোগ তুলে সাহাবুদ্দিন মোল্লার পদত্যাগের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন শাজাহান খান পক্ষের লোকজন। এরই অংশ হিসেবে গতকাল শনিবার সকালে সদর উপজেলার কলাবাড়িতে একই স্থানে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় শাজাহান খান সমর্থক পক্ষ ও সাহাবুদ্দিন মোল্লা সমর্থক পক্ষ। পরে সেখান থেকে দলীয় নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমণ শুরু করলে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে তিন পুলিশসহ আহত হয় বেশ কয়েকজন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঘটকচর শাখা এবং মুক্তিযোদ্ধা সোহরাব সরদারের মার্কেটসহ বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমপন্থী নেতা সোহরাব সরদার বাদী হয়ে ৩২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। শাজাহান খান পক্ষ থেকেও থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগটি দায়ের করা হয়নি।
দীর্ঘদিন ধরে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং অন্যটির নেতৃত্ব দেন সাবেক নৌপরিবহণমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বাহাউদ্দিন নাছিমের অনুসারী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।