মানিকগঞ্জে এসএসসি-৯৫ ব্যাচের মিলন মেলা
মানিকগঞ্জে এসএসসি-৯৫ ব্যাচ শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘মানিকগঞ্জ ফ্রেন্ডস ৯৫ যেখানে প্রাণের স্পন্দন সেখানে’ শ্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলন মেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন ১৯৯৫ সালে অনুষ্ঠিত এই জেলার এসএসসির শিক্ষার্থীরা। তাঁরা আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থনে আনন্দ-বেদনাকাতর হন।
গতকাল শুক্রবার ‘ফেন্ডাস ৯৫ মানিকগঞ্জ’-এর উদ্যোগে জেলার সাটুরিয়া উপজেলার কামতা নাহার গার্ডেনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। পরে নাহার গার্ডেনে পরিচিতি পর্ব, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ৯৫ মানিকগঞ্জ-এর আহ্বায়ক মো. হাশেম আলী, সদস্য সচিব অ্যাডভোকেট আরশেদ মৃধা, অর্থ সচিব অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম ফিরোজ, সদস্য নাসির উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।