মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণ-হত্যার রায়ে একজনের যাবজ্জীবন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের কিশোরী তুহিন সুলতানা আক্তার মিমিকে (১৭) ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সাদ্দাম মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে অপর দুই আসামি সম্ভু সরকার (৪৫) ও তপু পালকে (৩৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নিহত তুহিন সুলতানা আক্তার মিমি সাটুরিয়ার গোলড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে। অপরদিকে দণ্ডপ্রাপ্ত সাদ্দাম মিয়া (৪০) জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এ এম নুরুল হুদা রুবেল মামলা সূত্রে জানান, নিহত মিমির সঙ্গে আসামি সাদ্দামের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে করার প্রলোভন দেখিয়ে কিশোরী মিমিকে ধর্ষণ করেন সাদ্দাম। মিমি অভিভাবককে ধর্ষণের বিষয়ে জানাতে চাইলে সাদ্দাম তাকে (মিমিকে) শ্বাসরোধে হত্যা করেন।
এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি সাদ্দামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। অন্য দুজনকে খালাস দেওয়া হয়েছে।