মানিকগঞ্জে তিল্লী ব্রিজ এলাকায় ডাকাতি : ছয়জন গ্রেপ্তার
ছয় দিনের ব্যবধানে মানিকগঞ্জের তিল্লী এলাকায় দ্বিতীয়বার ডাকাতির পর ডাকাতদলের নেতাসহ সব সদস্যকে জেলা পুলিশের বিশেষ দল ঢাকার আশুলিয়া, সাভার ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের পুলিশ সুপার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ডাকাতদলের প্রধান শমসের আলী ওরফে কারুন (কারু), সুরুজ, শাহীন, গুলজার, উজ্জ্বল ও টুটুল। তাদের বেশির ভাগের বাড়িই দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। গত ২ ও ৮ জুন সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সবাই সংঘবদ্ধ আন্তজেলা ডাকাতদলের সদস্য। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইল ফোন, ট্যাব, স্বর্ণ ও রুপার অলংকার এবং অর্থ উদ্ধার করা হয়। যা তারা (ডাকাত দল) সম্প্রতি দুটি ডাকাতির ঘটনায় পথচারীদের কাছ থেকে লুণ্ঠন করে বলে স্বীকার করেছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিরা একে অপরের সঙ্গে কারাগারে পরিচিত হয় এবং সেখান থেকে জামিনে বের হয়ে পরবর্তী সময়ে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে।
এরা সাধারণত বিভিন্ন সড়কে গাছ ফেলে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।
গতকাল শনিবার বিকেলে পুলিশ ডাকাতদলকে সঙ্গে নিয়ে সাটুরিয়ার তিল্লী ব্রিজের দক্ষিণ অঞ্চল থেকে ডাকাতির সময় ব্যবহার করা অস্ত্র এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ২ ও ৮ জুন তিল্লী ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।