মায়ের সঙ্গে অভিমানে কলেজশিক্ষার্থীর আত্মহনন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সঙ্গে অভিমান করে শাকিল (২১) নামের এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শাকিল কুলিয়ারচর পৌর এলাকার আলী আকবরী গ্রামের মো. খোকন মিয়ার বড় ছেলে। তিনি ভৈরব হাজী আসমত কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মা সুলতানা বেগমের সঙ্গে শাকিলের মোবাইল ফোন কিনে দেওয়া নিয়ে বাক-বিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে নিজ রুমে গিয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন। এ সময় শাকিলের ছটফট, চেঁচামেচির শব্দ শুনে আশেপাশের মানুষ তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।