মিরপুরে এসি বিস্ফোরণ, দগ্ধ ২
রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরণের আগুনে দুই জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—গৃহকর্ত্রী হাজেরা বেগম (৪৫) ও কিশোর গৃহকর্মী আরিয়ান (১৪)। বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।
হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, মিরপুর ১৩ নম্বর সেকশনের ইমাম নগর এলাকার একটি বাসায় ভোর সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় ওই রুমে থাকা দুজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। একই এলাকায় তাদের দুটি বাড়ি রয়েছে, গত রাতে ওই বাসার রুমটিতে তারা দুই জনই ছিলেন।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, ‘দগ্ধ গৃহকর্ত্রী হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ ও গৃহকর্মী আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।’