মুনিয়া হত্যাকাণ্ডের বিচার ও বাদীর নিরাপত্তার দাবিতে কুমিল্লায় মানববন্ধন
বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের অভিযোগে সায়েম সোবহান আনভীরকে অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমিল্লার সর্বস্তরের জনগণ, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মোসারাত জাহান মুনিয়ার বড় বোনের স্বামী মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট নিশাদ সালাউদ্দিন, অ্যাডভোকেট ফয়সাল সুলতান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুবীর নন্দী বাবুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবতার মা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এ বিচার সুষ্ঠু হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন তাঁরা এবং অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।