মুন্সীগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি উপজেলার ঐতিহ্যবাহী পঞ্চসার বিসিক পশুর হাটসহ বেশ কয়েকটি হাট পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আবদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও ইজারাদার মুক্তার হোসেন।
পুলিশ সুপার জানান, মুন্সীগঞ্জে ৪৩টি কোরবানির পশুর হাট বসেছে। প্রতিটি পশুর হাটে যাতে মহামারি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সেজন্য আগে থেকেই আয়োজকদের প্রতি আমাদের নির্দেশনা ছিল। এ ছাড়া পশুর হাটগুলোতে যাতে জাল টাকার নোট ব্যবহার না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় না ঘটে, সে বিষয়ে পুলিশ সদস্যরা নজরদারিতে রয়েছেন।