মুন্সীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় মো. নূর মোহাম্মদ মাল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের ঈদগাহ-এর সামনে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদের মেয়ে শিউলি বেগম জানান, আজ সকালের দিকে দিঘিরপাড়ে কিস্তি দেওয়ার উদ্দেশে রওনা দেন তাঁর বাবা। পরে কাঠাদিয়া শিমুলিয়া ঈদগাহ-এর সামনে রাস্তা পার হওয়ার সময় দিঘিরপাড় থেকে আসা একটি গাড়ির ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির মালিক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।