মুন্সীগঞ্জে ৩ খুন : আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
শহরের উত্তর ইসলামপুরে আলোচিত তিন খুন মামলার আসামিদের ফাঁসির দাবিতে আজ শনিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনের আগে এলাকাবাসী শহরের উত্তর ইসলামপুর এলাকা থেকে কয়েকটি ব্যানারে মিছিল বের করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। সবাই মিন্টু, সাকিব ও ইমন পাঠানের খুনিদের ফাঁসি চেয়ে স্লোগান দেয়। তারা সবাই খুনিদের নাম নিয়ে ফাঁসি চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
মানববন্ধনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মাদ ফয়সাল বিপ্লব উত্তর ইসলামপুর এলাকাবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রশাসনের উদ্দেশে বলেন, মিন্টু, সাকিব ও ইমন পাঠানের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আর যাতে পুনরায় শহরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, তার জন্য সব খুনিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করারও জোর দাবি জানান তিনি।
মানববন্ধনে নিহত মিন্টু, সাকিব ও ইমন পাঠানের পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, শহর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মাদ আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. গোলজার হোসেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা রানু, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রুবেল প্রমুখ।