মুন্সীগঞ্জ কলেজের প্রভাষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক ও কো-অর্ডিনেটর আবুল হাসান রোমানের ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে শিক্ষক রোমানের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
এই সময় একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, নারী নেত্রী ও উদীচী শিল্পী গোষ্ঠী মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মু. সোহেল রানা রানু, মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাত্তার মুন্সীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
গত সোমবার কলেজ থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে একদল সন্ত্রাসী প্রভাষক আবুল হাসান রোমানের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।