মেহেরপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বোমা, আহত ৪
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বোমা হামলার ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলের সমর্থকদের মধ্যে আজ শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার সকালের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক ইউপি নির্বাচনের কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ শনিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের চার জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।