মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার, মামলা করেন দাদি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি একজন মাদকাসক্ত। মাদকাসক্তির কারণে আট বছর আগে তাঁর স্ত্রী সংসার ছেড়ে চলে গেছেন। বেশ কিছুদিন ধরে তিনি তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে ওই কিশোরী তার দাদিকে ঘটনাটি জানায়। পরে ওই কিশোরীর দাদি বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেন।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার করা ওই ব্যক্তি পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছেন। পরে রোববার দুপুরে ওই কিশোরীর দাদি বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।