মেয়ের ধর্ষণ মামলায় বাবা কারাগারে
বাগেরহাটের মোংলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার পর বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, উপজেলা শহরে ভাড়া থাকেন খুলনায় দিনমজুর আসাদ শেখের স্ত্রী ফাতেমা খাতুন ও তাদের পাঁচ ছেলেমেয়ে। ওই বাড়িতে ফাতেমার সঙ্গে তার বাবা আব্দুল হক হাওলাদার (৭০) বসবাস করতেন। ফাতেমা তার ছেলেমেয়ে নিয়ে ভাড়া ঘরের ভেতরে আর বাবা থাকতেন ঘরের বারান্দায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল হক হাওলাদার ঘরে ঢুকে নিজ মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল রোববার রাতে থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন মেয়ে ফাতেমা। রাতেই অভিযুক্ত বাবাকে সিগন্যাল টাওয়ার এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মেয়েকে ধর্ষণ মামলায় বাবাকে গতকাল রাতে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।’