মোংলায় দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
বাগেরহাটের মোংলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।
আটক আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। আর ফারজানা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে তা মোংলায় বিক্রি করে আসছেন। তাই এমনই একটি চক্রের গতি বিধি নজরদারির করা হয়। সেই নজরদারির ভিত্তিতে গতকাল রাতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে সন্দেহজনক এক নারী ও পুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের হাতে আটক আরিফুল ও ফারজানা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আজ তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।