লাখ টাকার বিদেশি মদসহ আটক ১, সিএনজি জব্দ
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে আনুমানিক এক লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের বিদেশি বিয়ার ও ভদকাসহ একজনকে আটক করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করে তারা।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য জানান। তিনি আরও জানান, গতকাল বুধবার মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী বিপুল মাদকদ্রব্যের চালান নিয়ে সিএনজি যোগে ঢাকা হতে মুন্সীগঞ্জের উদ্দেশে যাচ্ছেন। পরে আভিযানিক দলটি তাৎক্ষণিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চালতিপাড়ার কাজীশাল এলাকায় অবস্থান নেয়। সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ি তল্লাশি করতে থাকে।
একপর্যায়ে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সিএনজির যাত্রীর সিটের পিছনে খালি অংশে পাঁচটি কালো রংয়ের শপিং ব্যাগে বিদেশি বিয়ার ও ভদকাসহ একজনকে আটক করে র্যাব। তার নাম মো. হৃদয় হাসান (৩২)।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে, হৃদয় পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে দেশে আসা বিদেশি বিয়ার ও ভদকাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও তার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেস।