মোটরসাইকেল দুর্ঘটনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
নাটোরের বনপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ আল মাহমুদ শাফী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
গতকাল বুধবার বিকেল ৪টায় বনপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর আবদুল্লাহ আল মাহমুদকে প্রথমে বনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নাটোর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নূরুল আমিন প্রয়াত আবদুল্লাহ আল মাহমুদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন।
এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তাঁর পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তাঁর প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল।’
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় জুড়ে।