মৌলভীবাজারে অটোচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হোসেন মিয়াকে নৃশংসভাবে হত্যা ও গাড়ি চুরির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে পরিবহন শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা করে পরিবহন শ্রমিকরা।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিকনেতা পাবলু মিয়া, সেলিম আহমদ, নিহত সিএনজি চালক হোসেন মিয়ার মাসহ অন্যান্যরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালায় ও কয়েকটি টমটম গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা।
গত ২৪ আগস্ট হোসেন মিয়ার গাড়ি শহরের কুসুমবাগ এলাকায় যাত্রী সেজে রাত ১০টার দিকে গাড়িতে উঠে ছিনতাইকারীরা। পরে তাকে নির্জন এলাকায় নিয়ে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার তিনদিন পর সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকার সুলতানদিঘী থেকে গলায় রশি বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা ও সিএনজি উদ্ধারের কাজ করছে পুলিশ। এছাড়াও মানববন্ধন চলাকালে পুলিশের ওপর হামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে।