মৌলভীবাজারে জেলা প্রশাসন ও পুলিশের মাস্ক বিতরণ
মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রেসক্লাবের সামনে মাস্ক বিতরণ করেন।
পরে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের চৌমহনা, পশ্চিমবাজার, বেরিরপাড়, সমশেরনগর রোড, কুসুমভাগ, সাইফুর রহমান রোড, সদর উপজেলার সামন, চাঁদনীঘাট, কলেজ গ্রেইট, কোর্ট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেন ও মাস্ক পরায় উদ্বুদ্ধ করেন। এছাড়া বিভিন্ন মার্কেট ও শপিংমলে ব্যবসায়ীদের সতর্কীকরণ কার্যক্রম পরিচালনা করেন।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের নির্দেশনানুযায়ী মাস্ক ব্যবহারের ওপর প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, সচেতনতামূলক প্রচারাভিযান সপ্তাহব্যাপী চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে করোনা সংক্রমণ রোধে জনসাধারণের মাস্ক ব্যবহার সুনিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ছয় দিনের ব্যবধানে মৌলভীবাজার জেলায় ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ও একজন মারা গেছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৯৪ জন। সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৯১২ জন। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৩ জন।