মৌলভীবাজারে বালুমহাল নিয়ে সংঘর্ষ, আহত ৯
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে বালুমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সোলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০), করিম উদ্দিন (৪৫) ও সুলতান মিয়া (৪২), আলতাফ আলী (২১) রশিদ মিয়া (৩৫) ও জসিম আহমদ (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় হারুন মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বালুমহাল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের নয়জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় করিম উদ্দিন ও সুলতান মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বালুমহাল নিয়ে দুপক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।’