মৌলভীবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমির উদ্দিন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা করেছেন শিশুটির মা। এরই মধ্যে জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ওই শিশুটির মা তাঁদের আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় পাশের বাড়ির জমির উদ্দিন শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে পাশের ঘরের লোকজন এগিয়ে যায়। এ সময় পালিয়ে যান জমির। খবর পেয়ে শিশুটির মা কুড়াউড়া থানায় গিয়ে জমির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে শিশুটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, এরই মধ্যে জমির উদ্দিন ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হবে।