ময়মনসিংহে করোনা ও উপসর্গে আটজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে পাঁচজনসহ মোট আটজন রোগী মারা গেছেন।
করোনায় মৃতদের মধ্যে রয়েছেন জামালপুর জেলার শ্রীপুরের মুজিবুর রহমান (৮৫), শেরপুর সদরের নুরুজ্জামান (৩৫) ও জংগলদির জালালুদ্দিন (৮৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আলালউদ্দিন (৬৪) ও নাজমুন্নাহার, (৩৮), জামালপুর সদরের ওয়াহিদ (৭০), নেত্রকোনার শদ্ধু মিয়া (৫০) এবং টাঙ্গাইল জেলার মধুপুরের শাহানাজ (৪৫)।
এছাড়া করোনা ইউনিটে ভর্তি আছে ১৯০ জন। নতুন ভর্তি হয়েছে ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয় ৭৮ জন আর পিসিআর ল্যাব টেস্টে ১৩৩ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ৩৯ জন রোগী ভর্তি রয়েছে। এ জেলায় করোনায় মারা গেছেন ৮৩ জন।