ময়মনসিংহে চুরি ও হত্যায় জড়িত ৮ আসামি গ্রেপ্তার
ময়মনসিংহে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার ও চোরচক্রের ছয় সদস্য এবং হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সদর সার্কেল কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুল ইসলাম ফকির ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার চোরচক্রের সদস্যরা হলেন- ঝালকাটির মো. নাজমুল ওরফে লিয়াকত (৪০), ঝিনাইদহের শাকিল হাসান (২৪), নাটোরের রানা (২৯), মো. সোহাগ মিয়া (৩৪), ময়মনসিংহের মো. গোলাম রব্বানি ফকির (৩০) এবং বরিশালের মো. মনির হোসেন (৪০)। এছাড়া হত্যা মামলার দুই আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গত ২৯ জুলাই শহরের চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে চোরচক্রের গ্রেপ্তার সদস্যরা শহরের মাহমুদুল হাসানের প্রাইভেটকার ভাড়া নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয়। পরে গাজীপুর ভবানীপুর নামক স্থানে পৌঁছালে ড্রাইভারকে হাত পা ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যান। পরে মাহমুদুল হাসান ১ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
এ ছাড়া ২০ আগস্ট উপজেলার চরকালিবাড়ি এলাকায় হত্যা মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে সবাইকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।’