ময়মনসিংহে ছেলে-বউয়ের কিল-ঘুষিতে মায়ের মৃত্যু
পারিবারিক কলহের জেরে ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামে ছেলে ও ছেলের বউয়ের কিল-ঘুষিতে মা হাফিজা খাতুনের (৭০) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক ছেলে আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটন এবং ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহ কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, জমি-জমা নিয়ে পারিবারিক কলহের জেরে আজ সকাল সাড়ে ১০টায় মায়ের সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন মিলে হাফিজা খাতুনকে বেদম কিল-ঘুষি মারতে থাকলে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।