ময়মনসিংহে ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ট্রলি উল্টে দুই বন্দর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। উপজেলার ইটাখোলা নামক স্থানে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন—হালুয়াঘাটের সরচাপুর গ্রামের হারুন মিয়া ও হবি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে একটি বড় ট্রলিতে করে হালুয়াঘাটের গোবড়াকুড়া স্থল বন্দরে যাচ্ছিলেন ২৫ জন শ্রমিক। পথে ইটাখোলা নামক স্থানে পৌঁছালে ট্রলিটি উল্টে যায়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।