ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের তারাকান্দার সাধুপাড়া এলাকায় ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তারাকান্দা থানা ও শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন মাজেদা (৩৫) ও রহিমা (৫৫)। মাজেদার বাড়ি গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামে। অপর হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের রাতে এই খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ রাত পৌনে ৮টার দিকে নেত্রকোনাগামী একটি ট্রাক মাহেন্দ্রকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মাহেন্দ্র শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।